কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
মূলঘর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব
প্রায়ত আছিরুদ্দন মন্ডল (স্যার)
পরিচিতিঃ
প্রায়ত আছিরুদ্দিন মন্ডল (স্যার) ১৯৩৩ সালের ০১ জানুয়ারী সাবেক ঢাকার জেলার মানিকগঞ্জ সহকুমার দৌলত থানার অর্ন্তগত তালুক নগর গ্রামে জন্ম গ্রহন করেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি মেঝ। পিতা নুর উদ্দিন মন্ডল জাহাজে চাকরি করতেন। ১৯৪৩ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমার ভগীরথপুর গ্রামে ১৩ বছর বয়সে বিবাহ করেন। ১৯৪৭ সালে ঢাকার ঘিউর থানার তেরশ্রী হাই স্কুলে ভর্তি হন। ১৯৪৯ সালে ফরিদপুর জেলার কোমরপুর আব্দুল আজিজ হাই স্কুল থেকে ম্যাট্রি্ক পাশ করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্তায় যোগদান করেন। ১৯৫৩ সালে তিনি পিটিআই পাশ করেন। ১৯৫৩-৫৪ সালে সিএনএড ট্রেনিং নেন পরবর্তীতে পিটিআই বিক্রেসার কোর্স প্রশিক্ষন গ্রহন করেন। ১৯৫৮ সালে তিনি ভার্সিটিতে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে এম.এ ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ন হন। তিনি ১৯৫২ সালে আনসার বাহিনীতে যোগদান করেন।
তিনি প্রশিক্ষন জীবনে ‘‘ক্যামো’’ফ্রেজ বেয়নেট ট্রেনিং, কার মাষ্টার ট্রেনিং, ক্যাম ফায়ার, হাউলিং এফ সিং সিং গেরিলা ট্রেনিং বেয়নেট, চাজিং,রলিং, ক্রলিং, ফাইটিং, টার্গেট ফায়ার রি, ইত্যাদি প্রশিক্ষন স্বার্থকতার সাথে সমাপ্ত করেন। ১৯৪৭ সালে তার আকা জিন্নাহ সাহেবের একটি ছবি মুসলীম লীগের এম,এল,এ মসিহ উদ্দিন আহম্মেদ ওরফে রাজা মিয়ার মাধ্যমে তাকে উপহার দেন। জয় বাংলার বিজয় গাঁথা তার রচিত প্রথম প্রকাশিত বই। ‘‘বিচার তত্ত্ব’’ ও জ্ঞান তত্ত্ব তার শ্রেষ্ঠ লেখা। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূলঘর ইউনিয়নের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। কোরআন ও হাদিস শ্বাস্ত্রে তিনি বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। একদিকে তিনি ছিলেন গীতিকার, লেখক, কবি ও সাহিত্যিক। ২০০৯ সালে ১৬ মার্চ তিনি পরলোক গমন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস